Free Sweat and Pain Therapy Camp
উন্নত বিশ্বে অতিরিক্ত হাত-পা ঘামের নিরাময়ে Iontophoresis প্রযুক্তি এবং শরীরের বিভিন্ন ব্যথা নিরাময়ে Pulsed Electro Manetic FIeld প্রযুক্তি স্থানীয়ভাবে উন্নয়ন করে বেশ কিছু বছর আগে সফল হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিকেল ফিজিক্স ও টেকনোলজি বিভাগ।
বিভাগের এ ধরণের গবেষণার ফলাফলকে জনগণের কাছে সুলভে পৌঁছে দিচ্ছে বাইবিট নামে একটি মালিকবিহীন সামাজিক প্রতিষ্ঠান, যেটি এ বিভাগের শিক্ষক ও প্রাক্তন ছাত্ররা মিলে প্রতিষ্ঠা করেছেন। দুটি যন্ত্রই ঘরে বসেই ব্যবহার করা যায়। দেশে এ পর্যন্ত অনেক হাজার ভুক্তভোগী এ দুটো যন্ত্র ব্যবহার করে স্বাভাবিক জীবন যাপন করছেন।
যারা যন্ত্রদুটির সাথে পরিচিত নন, তাদের জন্য নতুন বছরে আগামী ১৯ জানুয়ারী থেকে ১৫ ফেব্রুয়ারি বিভাগে বিনামূল্যে সেবা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। দৈনিক প্রায় ১ ঘন্টা করে প্রায় ১০ দিন সেবা নিলে উপশম হবে বা উপশমের লক্ষণ বোঝা যাবে।
সময়সীমা ১৫ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত বাড়ানো হয়েছে
অতিরিক্ত হাত-পা ঘামের নিরাময়ের থেরাপী
শরীরের বিভিন্ন ব্যথা নিরাময়ের থেরাপী